Saturday , November 25 2017
শিরোনাম
হোম / খেলার ভূবন / বাবা রোনালদোর ‘চতুর্থ ট্রফি’

বাবা রোনালদোর ‘চতুর্থ ট্রফি’

স্পোর্টস ডেস্ক : চতুর্থবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। কন্যা সন্তানের জন্ম দিলেন সিআর সেভেনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। রোনালদো নিজেই খুশির খবরটি দিয়েছেন।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখেছে এলানা মার্টিনা। জিও (জর্জিনা রদ্রিগেজ) ও এলানা উভয়েই সুস্থ। আমরা সকলেই খুব খুশি।’

গত ৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয় রোনালদোর যমজ সন্তান। ওই দুজনের নাম রাখা হয় মাতেও এবং এভা। দুই সন্তানের একজন ছেলে, অন্যজন মেয়ে। রোনালদোর প্রথম সন্তান ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত।

২০১০ সালে প্রথমবার বাবা হওয়ার ঘোষণা করে আলোড়ন তুলেছিলেন রোনালদো। তবে ক্রিস্টিয়ানো জুনিয়রের ‘মা’কে? সেটা কিন্তু এখনো জানাননি তিনি। বলেছেন, মায়ের পরিচয়ের কথা ভবিষ্যতে একমাত্র ছেলেকেই জানাবেন। যদিও এখনো সে বিতর্ক থামেনি। সূত্র: ডেইলি মেইল।

Check Also

আজ বিয়ের পিঁড়িতে বসছেন ভুবনেশ্বর কুমার

স্পোর্টস ডেস্ক :  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের কৃতি পেসার ভুবনেশ্বর কুমার। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *